কংগ্রেসের সাথে উদ্বাহু আলিঙ্গন করতে গিয়ে তাদের বাহুপাশে দম বন্ধ হয়ে হল সি পি এমের । জোটের বাঘ্র গর্জন সহ্য হয় নি জনগণের । সি পি এম কে বাংলার মানুষ ঘৃণার চোখে দেখে তা আবার প্রমান হয়ে গেল । বাংলার মানুষ তাদের আশীর্বাদ ভাল বাসা দিয়ে আবার বরন করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় কে । সি পি এম দুঃ স্বপ্নে ও ভাবে নি , কল্পনা করতে পারেনি তাদের এই পরিণতি হবে । মানুষ তাদের অবিশ্বাস করে । ইতিহাস তাদের জায়গা দেবে আস্তা কুঁড়েতে । এই ভোটে প্রমানিত হল মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে সি পি এম রাজ্যের ক্ষমতায় যখন ছিল কংগ্রেস তাদের বি টিম হিসাবে কাজ করত । তাই মমতার কণ্ঠে সি পি এম আত্মহত্যার করেছে ।
বি জে পি কে জঞ্জাল মনে করে সি পি এম । আর মানুষ কে মূর্খ মনে করে সি পি এম তাদের অশিক্ষিত ভাবে আর এদের ভাবনা চিন্তাকে তাছিল্য করা সি পি এম নেতাদের দীর্ঘ দিনের অভ্যাস । বি জে পি মত একটি জাতীয়তাবাদী দলকে তারা অচ্ছুত মনে করে । আর যে দলে অটলজী ,আদবানিজি মত দেশপ্রেমী নেতা আর নরেন্দ্র মোদীর মত বিকাশ পুরুষ যার নেতৃত্বে ভারত তার শ্রেষ্ঠ জায়গা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে " এক ভারত শ্রেষ্ঠ ভারত " । আর এই দলের উপর লাগাতার ভাবে ছিটিয়েছে থুতু , কুৎস্যা ।
১৯৬৪ সাল মার্ক্সবাদী মতাদর্শ , সমাজতন্ত্রের স্বপ্ন দেখিয়ে জনগনতান্ত্রিক বিপ্লবের তত্ত্ব আর বাম ফ্রন্ট ৩৪ বছরের অত্যাচারী স্বৈরশাসন বাংলায় প্রতিষ্ঠা করেছিল । ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নি কন্যা এই রাজত্বের অবসান করে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছিলেন । সে অগ্নি কন্যা আজ ব্যালট বিপ্লবে সি পি এম কে ইঁদুরের গর্তে ঢুকিয়ে দিয়েছেন । বাংলার গরীব চাষি ,মজুর , সংখ্যালঘু মানুষেরা অত্যাচারী সি পি এম কে ভোট দেওয়া সম্ভব নয় বুঝেছেন । অন্য দিকে আলিমুদ্দিনএ মুজ্জফর আহমেদ ভবনে শায়িত সি পি এম কে স্টেরয়েড খায়িয়ে বাচান যাবে না । কারন মতাদর্শের ঘাটতি ভুল পথে বার বার পরিচালিত হয়েছে তার ইতিহাস কমিউনিস্ট আন্দোলনের পাতায় ছড়িয়ে আছে । তাই আত্ম অনুসন্ধান করা জরুরি । মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতিয়তাবাদ কে আশ্রয় করে হয়ত কিছু দিন টিকে থাকবেন বাংলার রাজনীতি তে কিন্তু শেষ হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর স্বপ্নের বাংলা একদিন গড়ে উঠবে । ভারত একদিন কংগ্রেস মুক্ত ভারত গড়ে উঠবে ।
৩৪ বছরের পাপ কর্ম থেকে এদের শিক্ষা হয় নি । বুদ্ধদেব আর রাহুলের পুস্প মালার বন্ধন আর গদ গদ ভাব সি পি এমের কফিনে শেষ পেরেক পুতে দিয়েছে । সি পি এমের কঙ্কাল চেহারা আমাদের কাছে পরিষ্কার । এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে কোন নেতা দল কে বাচাতে পারবেন না । বিমান বসুর আর্তনাদ " স্বপ্ন দেখতে হয় দেখাতে হয় " এই কথা বিমান বসু আমাকে একবার আমাকে বলেছিলেন আর তার উত্তরে আমি বলতে বাধ্য হয়েছিলাম "মিথ্যে স্বপ্ন " ।
তাই ভাবুন কমিউনিস্ট মতাদর্শের প্রয়োজনীয়তা আছে কিনা ? ভাবুন কমিউনিস্ট পারটি কে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য উত্তরাধিকার থেকে পথ খুঁজুন ।