Sunday, 31 January 2016
Monday, 25 January 2016
Friday, 22 January 2016
Thursday, 21 January 2016
Tuesday, 19 January 2016
Wednesday, 13 January 2016
Monday, 11 January 2016
Sunday, 10 January 2016
Monday, 4 January 2016
গণতান্ত্রিক পদ্ধতির ঘোষিত শত্রু কমিউনিজম
এদেশে থেকে ব্রিটিশ চলে যাবার পর আমরা আমাদের জাতীয় কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়েছি ,নিজের এই জন্ম ভুমির প্রতি সর্ব উচ্চ এবং পূর্ব পুরুষের দের পরম্পরা ও সংস্কৃতি যোগ্য সন্তান রুপে আচরণ অস্বীকার করবে ততদিন এদের মন বিদ্রোহী হয়ে থাকবে । আমরা পাশ্চাত্যের থেকে গণতান্ত্রিক কাঠামো কে গ্রহণ করেছি । এই পরীক্ষা নিরীক্ষা আমরা কত সফল হয়েছি তা অবশ্য করব । অবশ্য জরুরী অবস্থার বিরুধে সংগ্রাম আর ইন্দ্রিরা গান্ধির পরাজয় আর সাধারন পরিবারের সন্তান নরেন্দ্র মোদীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে বসা ভারতের গণতন্ত্রের ইতিহাসে স্মরণীয় ঘটনা । মাঝ পথে আর ঘটনা পেরিয়ে আমরা বিশ্বে কল্যাণ কামী রাষ্ট্র হিসাবে তুলে ধরেছে । কিন্ত রাষ্ট্র এখন জনগণের ইচ্ছার প্রতীক হতে পারেনি । সারা দুনিয়াতে কার্ল মার্কস লেনিন মাও কাস্ত্রো হচিমিন এর পথে পথ খুঁজেছে দেশের কমিউনিস্টরা । জনগণের কাছে কমিউনিস্টদের যে আবেদন আছে তা হল অর্থ নৈতিক আবেদন । তাদের বুলি ও স্লোগান অতীতে আমাদের দেশের জাতীয় নেতারা প্রভাবিত হয়েছিলেন । অর্থ নৈতিক উন্নয়ন হল কমিউনিস্ট দের বেঁচে থাকার একমাত্র পথ । তারা বলছে জনগণের কানে অবিরত জীবনধারণের উচ্চতর মানের কথা বলা হয়েছে । যার কাজ এইভাবে তাদের আশা আকংখা বাড়িয়ে দেওয়া যার হতাশা বোধ প্রকট করা হচ্ছে । জনগণের অসন্তোষ ও অরাজগতা পথ প্রশস্ত করে ।
দেশ প্রেম চরিত্র ও জ্ঞানের মত উচ্চ ভাবের জন্য আবেদন কোঁথাও পাওয়া যায় না , সাংস্কৃতিক ,বৌদ্ধ ক , নৈতিক , উন্নতির উপর ও জোর দেওয়া হয় না । এই ধরনের দুর্বল মনোভাব নৈরাশ্য পীড়িত মনেই কমিউনিজম বাসা বাধতে পারে ।
কমিউনিজম বিভীষিকা আটকাতে পাশ্চাত্য দেশ গুলি যে পথ, দৃষ্টি ভঙ্গি নিয়েছিল আমেরিকা একদিন ভাবত অস্ত্র দিয়ে বা ডলারে সাহায্যে কমিউনিজমের প্রসার আটকাবে । কমিউনিজম আজ ইতিহাসে পাতায় । মতাদর্শ গত কারনে কমিউনিজম বিদায় নিয়েছে । এরা পথ দেখাতে পারেনি । বিশ্বাসের ক্ষেত্রে রিক্ততা শুন্য স্থান পুরনে ক্ষণিকের জন্য সেই শুন্যতা পুরনে এগিয়ে এসেছিল । আর বিশ্বাসের নাম কমিউনিজম ।
কিন্তু আমাদের প্রাচীন ও জীবনদায়ী বিশ্বাস যা আমাদের অস্তিত্ব কে ধরে রেখেছে এবং সংস্কৃতি র সুন্দর তম পুস্প গুলি বিকশিত করেছে তাকে উৎপাটিত করার প্রচেষ্টা জাতীয় জীবনে বিপর্যয় আনবে । লাঙল যার যার জমি তার বা বিনবা ভাবের ভু দান যজ্ঞ কোনটা ও সমস্যা সফল হয়নি । বাংলা কমিউনিস্টদের ৩৪ বছর রাজ্য চালাতে দিয়েছে । অর্থনৈতিক বৈষম্য যতদিন থাকবে ততদিন কমিউনিজমের অগ্রগতি হলেও তা যে চুরান্ত নয় । গভীর চিন্তন মনন করলে কমিউনিজমের যা কিছু
বার বাড়ন্ত তা ঘৃণা কে কেন্দ্র করে আর সেই ঘৃণার আসল কারন শ্রমের মর্যাদা র ভাবনা তাকে আমরা ঠিক ভাবে গ্রহণ করি নি । যেমন ২০/৫০ টাকা রোজগার করে রিস্কাবালা তাকে আমরা তুই ওই বলে সম্বোধন আর ২০০ টাকা পাওয়া কেরানিকে বাবু বলি । আর জীবনের সব ক্ষেত্রে এই দৃষ্টি ভঙ্গি আর মনোভাব সাম্প্রতিক কালে আমাদের সমাজ এই বিকৃতি শিকার ।
আমাদের দর্শনে কর্মে কোন উচ্চ নীচ ভেদ নাই ।সমস্ত কাজ সেই একই সর্ব শক্তিমানের পুজা , সমাজ স্বরূপে তার প্রকাশ ।
ভারতের শাশ্বত সংস্কৃতি পরম্পরা র আধার শিলা উপর অধিষ্ঠিত আমাদের সমাজ ।
দেশ প্রেম চরিত্র ও জ্ঞানের মত উচ্চ ভাবের জন্য আবেদন কোঁথাও পাওয়া যায় না , সাংস্কৃতিক ,বৌদ্ধ ক , নৈতিক , উন্নতির উপর ও জোর দেওয়া হয় না । এই ধরনের দুর্বল মনোভাব নৈরাশ্য পীড়িত মনেই কমিউনিজম বাসা বাধতে পারে ।
কমিউনিজম বিভীষিকা আটকাতে পাশ্চাত্য দেশ গুলি যে পথ, দৃষ্টি ভঙ্গি নিয়েছিল আমেরিকা একদিন ভাবত অস্ত্র দিয়ে বা ডলারে সাহায্যে কমিউনিজমের প্রসার আটকাবে । কমিউনিজম আজ ইতিহাসে পাতায় । মতাদর্শ গত কারনে কমিউনিজম বিদায় নিয়েছে । এরা পথ দেখাতে পারেনি । বিশ্বাসের ক্ষেত্রে রিক্ততা শুন্য স্থান পুরনে ক্ষণিকের জন্য সেই শুন্যতা পুরনে এগিয়ে এসেছিল । আর বিশ্বাসের নাম কমিউনিজম ।
কিন্তু আমাদের প্রাচীন ও জীবনদায়ী বিশ্বাস যা আমাদের অস্তিত্ব কে ধরে রেখেছে এবং সংস্কৃতি র সুন্দর তম পুস্প গুলি বিকশিত করেছে তাকে উৎপাটিত করার প্রচেষ্টা জাতীয় জীবনে বিপর্যয় আনবে । লাঙল যার যার জমি তার বা বিনবা ভাবের ভু দান যজ্ঞ কোনটা ও সমস্যা সফল হয়নি । বাংলা কমিউনিস্টদের ৩৪ বছর রাজ্য চালাতে দিয়েছে । অর্থনৈতিক বৈষম্য যতদিন থাকবে ততদিন কমিউনিজমের অগ্রগতি হলেও তা যে চুরান্ত নয় । গভীর চিন্তন মনন করলে কমিউনিজমের যা কিছু
বার বাড়ন্ত তা ঘৃণা কে কেন্দ্র করে আর সেই ঘৃণার আসল কারন শ্রমের মর্যাদা র ভাবনা তাকে আমরা ঠিক ভাবে গ্রহণ করি নি । যেমন ২০/৫০ টাকা রোজগার করে রিস্কাবালা তাকে আমরা তুই ওই বলে সম্বোধন আর ২০০ টাকা পাওয়া কেরানিকে বাবু বলি । আর জীবনের সব ক্ষেত্রে এই দৃষ্টি ভঙ্গি আর মনোভাব সাম্প্রতিক কালে আমাদের সমাজ এই বিকৃতি শিকার ।
আমাদের দর্শনে কর্মে কোন উচ্চ নীচ ভেদ নাই ।সমস্ত কাজ সেই একই সর্ব শক্তিমানের পুজা , সমাজ স্বরূপে তার প্রকাশ ।
Sunday, 3 January 2016
Saturday, 2 January 2016
Inside Story of Terrorists Attack in Pathankot, Punjab
মানবতার শত্রু , যারা ভারতের উন্নতি দেখতে চায় না ,তারাই হামলা চালিয়েছে । আমাদের নিরাপত্তা কর্মীরা ওদের সফল হতে দেননি ।
নরেন্দ্র মোদী , প্রধান মন্ত্রী
এই সাহসী নিরাপত্তা কর্মীদের জন্য দেশ গর্বিত , যারা প্রতিবার বিপদের সময় অসীম সাহসিকতা দেখিয়েছেন । পাঠান কোট অভিযানে সাফল্যে ওঁদের সেলাম জানাই ।
রাজনাথ সিং স্বরাষ্ট্র মন্ত্রী
Subscribe to:
Posts (Atom)